
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে হামলার সাথে আফগানিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এ ধরনের “দায়িত্বজ্ঞানহীন মন্তব্য” না করে পাকিস্তানকে নিজেদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে ইমারতে ইসলামিয়া।
তালিবান প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে, আফগানিস্তানে বেলুচ স্বাধীনতাকামী দলের কোনও সদস্যের উপস্থিতি নেই, না ইমারতে ইসলামিয়ার সাথে তাদের কোনও সম্পর্ক রয়েছে।
এ ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বেসামরিক নাগরিকদের নিশানা বানানো কাম্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে, গত ১১ই মার্চ বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটে। এতে পাকিস্তানের সামরিক কর্মীর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি।
তথ্যসূত্র:
1. IEA rejects Pakistan’s claim of Balochistan train attack being orchestrated from Afghanistan
– https://tinyurl.com/3y9kachp