
রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে লাভলু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত লাভলু মিয়া বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ১৩ নম্বর কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক গ্রুপের মধ্যে দোকান ভাড়া নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তথ্যসূত্র:
১. রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
– https://tinyurl.com/27z4hzx7