
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর মরদেহ ৭ দিন পর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
মঙ্গলবার (৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহ দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ৩ জুলাই দুপুরে ইবরাহিম বাবু (২৮) ঝাঁঝাডাঙা সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহত ইবরাহিম ঝাঁঝাডাঙা গ্রামের নুর ইসলামের ছেলে।
তথ্যসূত্র:
১. সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর
-https://tinyurl.com/47xu2hva


