
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলার মাঝেও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ১০ জুলাই, বৃহস্পতিবার সকাল থেকে টানা চালানো এই আক্রমণে একদিনেই শহীদ হয়েছেন কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শহীদদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায়, যেখানে শিশুখাদ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বোমা হামলায় শহীদ হন অন্তত ১৫ জন। শহীদদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী। আহতদের মধ্যে রয়েছে আরও ১৯ জন শিশু।
এই প্রাণহানির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন একদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে রাফাহ শহর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে সন্ত্রাসী ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান বর্বর ইসরায়েলি আগ্রাসনে, এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন।
তথ্যসূত্র:
1.Israeli attacks kill 82 amid forced displacement plans, truce talks in Gaza
– https://tinyurl.com/vx9z6ahz


