
দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ২১ বছর বয়সী স্কোয়াড কমান্ডার রেই বিরান ১০ জুলাই (বৃহস্পতিবার), গাজার দক্ষিণাঞ্চলে একটি সামরিক অভিযানের সময় নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর এক ঘোষণায় ১১ জুলাই (শুক্রবার), সকালেই বিষয়টি স্বীকার করা হয়।
উত্তর ইসরায়েলের শোরাশিম এলাকা থেকে আসা বিরান গোলানি রিকনিসেন্স ইউনিটের অধীনে দায়িত্ব পালন করছিল।
ইসরায়েলি ‘আর্মি রেডিও’র বরাত দিয়ে জানানো হয়, একটি আগ্রাসনের অংশ হিসেবে গোলানি ইউনিট গাজার কিছু ভবন ধ্বংস করছিল। তারা ভবনগুলোতে বিস্ফোরক স্থাপন করেছিল। কিন্তু সেই বিস্ফোরণই ঘটেছিল প্রায় দুই ঘণ্টা পর—এবং এতেই উক্ত দখলদার সেনা কমান্ডার নিহত হয়।
অর্থাৎ দখলদার বাহিনীর অবৈধ আগ্রাসন যে কতটা বেপরোয়া ও স্ববিরোধী, তারই এক নগ্ন প্রমাণ রেই বিরানের এই মৃত্যু। গাজায় পূর্ণমাত্রিক আগ্রাসন শুরুর পর থেকে দখলদার বাহিনীর বিপর্যয়কর পরিণতি দিনদিন স্পষ্ট হচ্ছে।
সর্বশেষ তথ্যমতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর থেকে নতুন করে ৪১ জন দখলদার সেনা নিহত হয়েছে কেবল গাজা অঞ্চলেই।
যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর মোট ৮৯০ জন সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে শুধু স্থল অভিযানের সময় ৪৪৮ জন মারা গেছে—যা ইহুদিবাদীদের ‘অভেদ্য সামরিক শক্তির’ মিথ্যাচারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। যুদ্ধের সময় যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে—যারা একদিন দখল নিতে এসেছিল, আজ নিজেরাই দিশেহারা। নিজেদের পেতে রাখা ফাঁদেই মরছে তাদের সেনারা, ধ্বংস হচ্ছে তাদের প্রযুক্তি ও অহংকার।
তথ্যসূত্র:
1.IDF soldier Captain Reei Biran killed in the southern Gaza Strip
– https://tinyurl.com/dp539hhp
2.Cpt. Reei Biran Killed in Combat in Southern Gaza Strip, IDF Announces
– https://tinyurl.com/3esrhafz


