
মোংলায় বৃষ্টিতে তলিয়ে গেছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের। গত দেড় সপ্তাহ ধরে চলা টানা বৃষ্টিতে ঘের ডুবে মাছ বের হয়ে গেছে। এতে স্থানীয় চিংড়ি চাষিদের ক্ষতি হয়েছে অর্ধ কোটি টাকা।
তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার চিলা ও চাঁদপাই ইউনিয়নের চিংড়ি চাষিদের। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন সুন্দরবন, মিঠাখালী, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের চিংড়ি ঘের মালিকেরা। টানা বৃষ্টিতে উপজেলার সাড়ে ৩০০ হেক্টর জমির ঘের তলিয়ে মাছ বেরিয়ে গেছে। বেশির ভাগ ঘেরের বেড়ি তলিয়ে গেছে। তাই নেট জাল দিয়ে মাছ আটকে রাখার চেষ্টা করছেন চাষিরা।
চাঁদপাই এলাকার চিংড়ি চাষি আ. রহমান বলেন, মৌসুমের শুরুতেই ভাইরাসে মাছ মরেছে। এরপর এখন বৃষ্টিপাতে ঘের তলিয়ে গেছে। মাছ বেরিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতিতে পড়েছি।
তথ্যসূত্র:
১. মোংলায় বৃষ্টিতে তলিয়েছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের
– https://tinyurl.com/mr3x3p75


