
গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ১৬ জুলাই, বুধবার অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অন্তত ৩০ জন ফিলিস্তিনিও রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে আজ ১৭ জুলাই, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজায় বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অন্তত ৩০ জন মানুষও রয়েছেন। অব্যাহত হামলায় মৃতের সংখ্যা আরও বাড়ছে।
জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষের দিকে যখন জিএইচএফ কাজ শুরু করে তখন থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে। এই সংস্থার কার্যক্রম নিয়ে শুরু থেকেই বিতর্ক উঠেছে। সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের পশুর মতো গুলি করে হত্যা করা হচ্ছে।
এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার ১৬টি এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশও জারি করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে জাবালিয়া। বিধ্বস্ত ওই শহরের বাসিন্দারা ভয় ও আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. LIVE: Israel bombs Syria as more than 90 killed in Gaza in 24 hours
– https://tinyurl.com/2s3mr8yt


