শীর্ষ কর্মকর্তাদের দায়িত্বে রদবদল আনল ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
154

পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে সরকারি পদে বেশ কিছু রদবদল আনা হয়েছে। আমিরুল মু’মিনিন হাফিযাহুল্লাহর নির্দেশে দেশটির বিভিন্ন প্রদেশের গভর্নর, মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নিরাপত্তা সংস্থার শীর্ষ পদে নতুন নিয়োগ করা হয়েছে।

গত ১৬ জুলাই আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও এক প্রতিবেদনে জানায়, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, আমিরুল মু’মিনিনের নির্দেশে একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে নতুন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে লোগার প্রদেশের প্রাক্তন গভর্নর মৌলভি জিয়াউর রহমান মাদানি হাফিযাহুল্লাহকে ইসলামিক সেন্টার, হজ ও ওয়াকফ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সাধারণ পরিচালক মৌলভি গুল জারিন হাফিযাহুল্লাহকে গৃহস্থলী ও শহর নির্মাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এছাড়াও দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নতুন নিয়োগ করা হয়েছে। নতুন নিয়োগের মধ্যে রয়েছে- জাবুল প্রদেশের প্রাক্তন পুলিশ প্রধান ক্বারী সালাহউদ্দিন আইয়ুবি হাফিযাহুল্লাহকে লোগার প্রদেশের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন উপদেষ্টা মৌলভী কুদরতুল্লাহ আমিনী হাফিযাহুল্লাহকে কাবুল প্রদেশের ডেপুটি গভর্নর, খোস্ত প্রদেশের গারবাজ জেলার প্রাক্তন জেলা গভর্নর মৌলভী আব্দুল হালিম হালিমি হাফিযাহুল্লাহকে জাবুল প্রদেশের পুলিশ প্রধান, কাবুল প্রদেশের প্রাক্তন ডেপুটি গভর্নর মোল্লা মুহাম্মদ ইউনুস মুখলিস হাফিযাহুল্লাহকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং উরুজগান প্রদেশের গোয়েন্দা বিভাগের প্রাক্তন প্রধান মৌলভী জামালুদ্দিন ওয়াহহাজ হাফিযাহুল্লাহকে বাগলান প্রদেশের পুলিশ সদর দপ্তরের নিরাপত্তা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নেতৃত্ব মাঝে মাঝে দক্ষতার ভিত্তিতে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিম্ন পর্যায়ের দায়িত্বে এবং নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের দায়িত্বে নিযুক্ত করেন, এবং কর্মকর্তারা এই নিয়োগগুলিকে স্বাগত জানান এবং তা মেনে চলেন।


তথ্যসূত্র:
1. د اسلامي امارت زعیم تازه په لوړه کچه نوې ټاکنې کړې دي
– https://tinyurl.com/28k4jwjs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদেরকে গুলি, গাজাজুড়ে ৯০ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধগাজায় মুজাহিদদের কৌশলী অভিযানে বিপর্যয়ের মুখে দখলদার বাহিনী