
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছে, এখন থেকে সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনার বয়রা এলাকার মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছে, দেশের সকল মসজিদের সভাপতি হবে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এছাড়া, মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত নীতিমালা অনুযায়ী করতে হবে। এমন বিধান রেখে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা করা হচ্ছে। আগামী একমাসের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করা হবে।
তথ্যসূত্র:
১.এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা
-https://tinyurl.com/y4apypzy


