বর্বর ইসরায়েলি হামলার মুখে ডব্লিউএইচও কার্যালয়: ধ্বংসের দ্বারপ্রান্তে স্বাস্থ্য ব্যবস্থা

0
32

গাজায় দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসন আরও ভয়াবহ রূপ নিয়েছে। পবিত্র ফিলিস্তিনি ভূমিতে প্রায় দুই বছর ধরে চলমান ভয়াবহ আগ্রাসনে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল কেবল নিরস্ত্র শিশু-নারীকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং এখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

২১ জুলাই, সোমবার দখলদার ইসরায়েলি বাহিনী গাজার দেইর আল-বালাহ শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)–র স্টাফ রেসিডেন্স ও প্রধান গুদামঘরে একাধিকবার হামলা চালায়। জাতিসংঘের এ সংস্থা জানায়, তিন দফা বিমান হামলায় রেসিডেন্স ভবনে আগুন ধরে যায়, যার ফলে নারী ও শিশুসহ কর্মকর্তা-কর্মচারীদের জীবন হুমকির মুখে পড়ে।

WHO-এর বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি সেনারা স্টাফ রেসিডেন্সে ঢুকে পড়লে নারী ও শিশুদের গুলি ও গোলাবর্ষণের মধ্যে হেঁটে পালিয়ে যেতে বাধ্য করা হয়। এসময় পুরুষ সদস্যদের হ্যান্ডকাফ পরিয়ে উলঙ্গ করে বন্দুকের মুখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুইজন কর্মী ও দুই পরিবারের সদস্যকে আটক করে নিয়ে যায় দখলদার বাহিনী, যাদের মধ্যে একজনকে এখনো মুক্তি দেওয়া হয়নি।

WHO মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছে, “আমাদের সহকর্মীদের মুক্তি ও সব কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক বাধ্যবাধকতা। এই ধরনের হামলা শুধু বেআইনি নয়, বরং পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার সামিল।”

WHO আরও জানায়, এর প্রধান গুদামঘর, যা একটি নির্ধারিত ‘নিরাপদ এলাকা’র ভেতরে ছিল, তাও হামলার শিকার হয়। হামলায় সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে, ত্রাণ ও চিকিৎসাসামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সোমবারই দেইর আল-বালাহ শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো ট্যাংক নিয়ে প্রবেশ করে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানকার মসজিদ ও ঘরবাড়িতে গোলাবর্ষণে অন্তত তিনজন শহীদ হন এবং বহু মানুষ আহত হন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ আগ্রাসনে এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। প্রায় সমগ্র গাজার জনসংখ্যা বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।


তথ্যসূত্র:
1. WHO says Israeli military attacked staff residence in Gaza
– https://tinyurl.com/53cwrdwb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৫৯ হাজার ছাড়াল
পরবর্তী নিবন্ধঅভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ‘চূড়ান্তভাবে ব্যর্থ’ হওয়ায় মুম্বাইয়ে ট্রেন বিস্ফোরণ মামলার ১২ মুসলিমকে বেকসুর খালাস