আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার উদ্যোগে গ্রামীণ টেলিযোগাযোগে অগ্রগতি

0
55

আফগানিস্তানের নানগারহার প্রদেশের পাঁচটি জেলায় নতুন টেলিযোগাযোগ সাইট চালু করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এর ফলে এসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের মান ও বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

গত ২৫ জুলাই বাখতার নিউজ এজেন্সিকে নানগারহার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরের প্রধান মাওলানা জাবিহুল্লাহ জাখি জানান, প্রকল্পটি আফগানিস্তান টেলিকম রেগুলেটরি অথরিটি (এটিআরএ)-এর অর্থায়নে এবং আফগান টেলিকমের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হয়েছে। নতুন টাওয়ারগুলো বর্তমানে ২জি ও ৩জি সেবা দিচ্ছে, তবে শিগগিরই এগুলো ৪জি প্রযুক্তিতে উন্নীত করা হবে।

নতুন সাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এটিআরএ’র কর্মকর্তারা, স্থানীয় নেতৃবৃন্দ ও যুবসমাজ অংশ নেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রসঙ্গত, ইমারতে ইসলামিয়া সরকার দেশের প্রত্যন্ত ও অবহেলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে শতাধিক নতুন টাওয়ার ও অ্যান্টেনা ইতোমধ্যে স্থাপন করা হয়েছে এবং আরও প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।


তথ্যসূত্র:
1. Five New Telecom Sites Activated in Nangarhar
– https://tinyurl.com/2bfz8ss5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের পুঞ্চে ল্যান্ডমাইন বিস্ফোরণে ১ ভারতীয় সেনা নিহত, আহত ২
পরবর্তী নিবন্ধগুলি করে হত্যার ২১ ঘন্টা পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ