
ইমারতে ইসলামিয়ার শাসনব্যবস্থায় আফগানিস্তানের বিমানবন্দরসমূহে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ফলে যাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে, উন্নত হয়েছে দেশটির পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা। এখন পূর্বের তুলনায় অধিক স্বাচ্ছন্দ্যে জনগণ বিমান ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
বিগত ১ বছরে আফগানিস্তানের বিমানবন্দরগুলো থেকে ১৪ হাজার ফ্লাইট পরিচালিত হয়েছে। ইমারতে ইসলামিয়ার পরিবহন ও বিমান পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি বার্ষিক কার্যক্রম উপস্থাপনের সময় এই তথ্য জানায়।
এরমধ্যে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবচেয়ে বেশি ফ্লাইট উড্ডয়ন হয়েছে। মন্ত্রণালয় জানায়, বিগত ১ বছরে কাবুল বিমানবন্দর ৩,৪০০টি অভ্যন্তরীণ ও ৪,২৬৫টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছে।
এছাড়া কাবুল বিমানবন্দর টার্মিনালের সম্প্রসারণ এবং অন্যান্য বিমানবন্দরে উন্নয়নমূলক কার্যক্রমের বর্ণনা তুলে ধরেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।
তথ্যসূত্র:
1. 14,000 flights operated from the country’s airports last year
– https://tinyurl.com/3kvadh8b


