আফগানিস্তানে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলো ইমারতে ইসলামিয়া

0
66

আফগানিস্তানের দাইকন্দি প্রদেশের খোদির জেলার একটি গ্রামে দুই পরিবারের মধ্যে চলমান জমি সংক্রান্ত দীর্ঘস্থায়ী বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে সমাধান করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

গত ২৯ জুলাই ইমারতে ইসলামিয়া প্রশাসন এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে উক্ত অঞ্চলের ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ (ভাল কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ) বিভাগের কর্মকর্তারা উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় ধর্মীয় কর্মকর্তারা (মোতাসিব) এবং এলাকার প্রবীণ নেতাদের সহায়তায় দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়।

এই বৈঠকে মোতাসিবরা শান্তির গুরুত্ব এবং শত্রুতার ক্ষতিকর প্রভাব নিয়ে উপদেশ প্রদান করেন। তারা রাসূল (ﷺ) এর নির্দেশনা অনুসারে দুই পক্ষকে ভ্রাতৃত্ব এবং ঐক্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মুসলিমদের মধ্যে ঘৃণা ও বৈরিতা সমাজের উন্নতি এবং শান্তি ধ্বংস করে ফেলে।’

এছাড়া ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ বিভাগের কর্মকর্তারা দাইকন্দি প্রদেশের বাসিন্দাদের, বিশেষ করে সংঘাতের পক্ষগুলোর প্রতি উপদেশ দেন, যেন তারা নিজেদের মধ্যে শত্রুতা পরিহার করে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করেন এবং একে অপরকে ভালো কাজের প্রচার ও খারাপ কাজের বিরোধিতা করতে সহায়তা করেন।

এই সময় দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় উল্লাসিত দুই পরিবারের নেতারা জানান, এই চুক্তি তাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। তারা মনে করেন যে, এই শান্তি চুক্তি খোদির জেলার জন্য স্থিতিশীলতা এবং সহাবস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।


তথ্যসূত্র:
1. اختلاف بزرگ میان دو خانواده بر سر زمین در ولایت دایکندی با رضایت طرفین حل و فصل گردید
– https://tinyurl.com/w5mjkpu8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক বছরে ২০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধপাকিস্তান কারাগার থেকে মুক্তি পেল ৪৬০ আফগান শরনার্থী, দুর্ব্যবহারের অভিযোগ