
২০২৫ সালের শুরু থেকেই পশ্চিম তীরে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসন চরম রূপ নিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ধারাবাহিক হত্যাযজ্ঞ, গ্রেপ্তার, ও সামরিক অভিযানের মাধ্যমে এক নির্মম রক্তপাত চালিয়ে যাচ্ছে এখানে। আন্তর্জাতিক নীরবতা আর পশ্চিমা শক্তির পক্ষপাতিত্বের সুযোগে দখলদারদের এই বর্বরতা দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে।
ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার (PIC) জানিয়েছে, পশ্চিমতীরজুড়ে চলমান দখলদার ইহুদিবাদী বাহিনীর সহিংসতায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দখলদার ইসরায়েলের নির্মমতায় কমপক্ষে ১৯০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ৩৬টি নিষ্পাপ শিশু। আহত হয়েছেন ১,৫০০-এরও বেশি মানুষ।
জেনিন শহর এবং এর শরণার্থী শিবিরে টানা ১৮৯ দিন ধরে চলা দখলদার বাহিনীর হামলায় শহীদ হয়েছেন অন্তত ৫৪ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে দু’জনকে গুলি করে হত্যা করেছে পশ্চিমতীরে নিয়োজিত দখলদারদের অনুগত ফিলিস্তিনি অথরিটি বাহিনী।
অন্যদিকে, তুলকারেমে টানা ১৮৪ দিন ধরে চলা আগ্রাসনে শহীদ হয়েছেন ১৬ জন, যাদের মধ্যে ছিল একটি শিশু এবং দুই নারী—এদের একজন ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা।
ফিলিস্তিনি বন্দিদের অধিকার বিষয়ক সংস্থা সূত্রে জানা যায়, চলতি বছরে এখন পর্যন্ত দখলদার বাহিনী গ্রেপ্তার করেছে ৫,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে এবং চালিয়েছে ৮,৬৫০টিরও বেশি অভিযান।
একইসাথে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় গণহত্যার যুদ্ধের সময় থেকে পশ্চিমতীরে এখন পর্যন্ত শহীদ হয়েছেন ১,০৫৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৭,৫৮৭ জন, এবং আটক হয়েছেন ২০,০০০ জনেরও বেশি নিরীহ নাগরিক।
এইসব তথ্য দখলদার ইসরায়েলের আসল রূপ ও তার নৈতিক দেউলিয়াপনার প্রকাশ। শিশুদের ওপর গুলি চালানো, গর্ভবতী নারীকে হত্যা করা এবং রাতের আঁধারে ঘরে ঘরে অভিযান চালিয়ে নিরীহ মানুষদের ধরে নিয়ে যাওয়া এখন দখলদারদের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল একদিকে যেমন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে চলছে, অন্যদিকে পাশ্চাত্যের তথাকথিত মানবাধিকারপন্থী শক্তিগুলো নীরব থেকেছে অথবা কার্যত তাদেরকে সহায়তা করে যাচ্ছে।
তথ্যসূত্র:
1.190 Palestinians, including 36 children, killed by IOF in the West Bank since January
– https://tinyurl.com/4auw22hd


