গাজায় আল-কুদসের প্রতিরোধ: দখলদার ইসরায়েলের সামরিক যান ধ্বংস

0
141

ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিনিয়ত চলমান প্রতিরোধে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে আল-কুদস ব্রিগেড। দখলদার বাহিনীর আধুনিক প্রযুক্তিকে ব্যর্থ করে দিয়ে ফিলিস্তিনি মুজাহিদরা তাদের দেশীয় কৌশলে আবারও প্রমাণ করলেন, ঈমানী শক্তি আর ন্যায়ের লড়াই কখনও পরাজিত হয় না।

গাজার তুফাহ অঞ্চলের পূর্বাংশে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অগ্রভাগে থাকা সরায়া আল-কুদস ব্রিগেড দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের একটি সামরিক যান বিস্ফোরণে ধ্বংস করেছে বলে নিশ্চিত করেছে।

এই অভিযানের ভিডিও ফুটেজ আল-কুদস ব্রিগেড তাদের মিডিয়া চ্যানেলে প্রকাশ করেছে। এতে দেখা যায়, পূর্ব তুফাহ এলাকার একটি রাস্তায় গোপনে পুঁতে রাখা শক্তিশালী বিস্ফোরক দ্বারা দখলদার বাহিনীর একটি সামরিক যান উড়িয়ে দেওয়া হয়। এই অপারেশনটি ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত গোয়েন্দা অভিযানের সময় সংঘটিত হয়, যা তাদের অবস্থানকে পূর্ব নির্ধারিত ফাঁদে ফেলে দেয়।

এর পাশাপাশি মুজাহিদিনরা দখল করে নেয় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন, যা গাজার আকাশে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, ড্রোনটি মুজাহিদিনদের দখলে চলে আসে এবং এর প্রযুক্তিগত অংশ বিশ্লেষণ করা হচ্ছে।

এই দুটি ঘটনাই ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক সক্ষমতার ওপর একটি গুরুতর চ্যালেঞ্জ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এটি শুধুই একটি সামরিক সাফল্য নয়, বরং এটি পশ্চিমা দুনিয়ার প্রযুক্তি-নির্ভর দখলদার নীতির বিরুদ্ধে ঈমানদারদের এক চেতনার বিজয়।

উল্লেখ্য, গাজার বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদী দখলদার পক্ষ প্রতিনিয়ত বিমান ও ড্রোন হামলার মাধ্যমে নারী-শিশু সহ নিরীহ মানুষের উপর বর্বরতা চালিয়ে আসছে। ফিলিস্তিনি প্রতিরোধ এসব বর্বরতার জবাব দিচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলার মাধ্যমে, যা প্রতিরক্ষা ও আত্মরক্ষার অংশ হিসেবেই গৃহীত।


তথ্যসূত্র:
1.Footage of the detonation of a Zionist military vehicle east of Tuffah neighborhood in Gaza City
– https://tinyurl.com/5n6z2c99

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরে বহাল তবিয়তে মুজিব ও হাসিনার ছবি; সরাতে বাধা উপ-পরিচালকের
পরবর্তী নিবন্ধউলামা পরিষদের বৈঠকে শরিয়াহ বাস্তবায়নে পরস্পরকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আমীরুল মু’মিনীন