
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা র্যাগ ডে’র নামে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের সাথে অশ্লীলতা মিশ্রিত উন্মত্ত বিনোদন উদযাপন করেছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) র্যাগ ডে অনুষ্ঠিত হয় ক্যাম্পাসটিতে। এই ঘটনার কিছু ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একদল পুরুষ শিক্ষার্থীকে নারীদের অন্তর্বাস পড়িয়ে দেয়া হয়েছে। একজন পুরুষ শিক্ষার্থীর শরীরে রঙ দিয়ে অন্তর্বাস এঁকে দেয়া হয়েছে। এমন অবস্থার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুসলিম প্রধান দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা কি ধরনের নৈতিক শিক্ষা অর্জন করছে, তা নিয়ে জনমনে শংকা তৈরি করেছে।
বিনোদনের নামে অশ্লীলতার প্রচার-প্রসার করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব কালচার ছড়িয়ে দিচ্ছে, তা আচিরেই ছোটদেরও বিনোদনের উপাদান হয়ে উঠবে, এমন আশংকা করছেন সচেতন অভিভাবকেরা।
সম্প্রতি বাংলাদেশে এলজিবিটিকিউ এর এজেন্ডা নানাভাবে প্রচার প্রসার করার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান। এছাড়া নানা প্রকারের মিডিয়া এক্টিভিটির মাধ্যমেও এই ঘৃণ্য বিষয়টি প্রচারের চেষ্টা করা হচ্ছে। র্যাগ ডে’র নামে পুরুষকে নারীর মত বানিয়ে বিনোদনের যে প্রকাশ্য প্রচেষ্টা তা ঘৃণ্য এই এজেন্ডাকেই সাহায্য করছে কিনা তা নিয়েও শংকিত এদেশের সচেতন সমাজ। তারা বলছেন, হয়ত শিক্ষার্থীরা না বুঝেই এই ঘৃণ্য এজেন্ডার পালে হাওয়া দিয়ে দিচ্ছে। তাদের দাবী, বিশ্ববিদ্যালয়সহ সকল জায়গা এসব অশ্লীল কালচার থেকে নিরাপদ রাখতে হবে। বিদায়ী র্যাগ ডে’র নাম করে কোনো অশ্লীলতাকে প্রশ্রয় দেয়া যাবে না। এবিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার জন্যও অনুরোধ করেছেন তারা।
তথ্যসূত্রঃ ফেসবুক


