গাজায় একদিনে ৭১ জন ত্রাণপ্রার্থীকে শহীদ করল দখলদার ইসরায়েল

0
36

যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। মৃত্যুর ঝুঁকি নিয়ে ত্রাণ আনতে গিয়ে বর্বর ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা বাড়ছে প্রতিদিন। ৩০ জুলাই, বুধবার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। হাসপাতালগুলোতে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে মারা গেছে আরো সাতজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার উত্তর গাজায় প্রবেশকারী ত্রাণ ট্রাকগুলো জিকিম ক্রসিং পয়েন্টের দিকে যাওয়ার সময় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৫১ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৬৪৮ জনের বেশি মানুষ।

নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে তথাকথিত মোরাগ করিডোরের কাছে সাহায্যের জন্য আসা আরো ২০ জন শহীদ হয়েছেন।

গত মে মাসের শেষের দিকে অভিযান শুরু করা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল সমর্থিত জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ স্থান পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। জিএইচএফ কেন্দ্রে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে ৮৯ জন শিশুসহ ১৫৪ জন মারা গেছেন। যার বেশিরভাগই মারা গেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে। জাতিসংঘ বলছে, মৌলিক মানবিক চাহিদা মেটাতে গাজায় প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। গত চার দিনে মাত্র ২৬৯টি ট্রাক ভূখণ্ডে প্রবেশ করেছে।


1. More than 70 aid seekers killed as starvation worsens in Gaza
-https://tinyurl.com/3skr4frv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও দুই কাশ্মীরি যুবককে শহীদ করেছে ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান ’এফ-৩৫’ বিধ্বস্ত