পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে বন্যা, শিশুসহ নিহত ২০

0
861

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টিপাতে বাড়িঘর ভেঙে শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত। দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর ডনের।

বৃহস্পতিবার থেকেই দেশটির আফগান সীমান্তবর্তী বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে শিশুসহ ২০ জন মারা গেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্থানীয় ত্রাণ কর্মকর্তা তৈমুর আলী জানান, বন্যায় দারগা শহরে একটি বাড়ির ছাদ ধসে পাঁচ শিশু মারা গেছে।

এ ছাড়াও বেলুচিস্তানপ্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে বৃষ্টির কারণে আজাদ  কাশ্মীরে ৫১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন