সার গুদামজাত করে ধরা খেলেও গ্রেফতার করা হয়নি হিন্দু ইউপি সদস্যকে

0
782
সার গুদামজাত করে ধরা খেলেও গ্রেফতার করা হয়নি হিন্দু ইউপি সদস্যকে

অবৈধভাবে সার গুদামজাত করার অপরাধে এক ইউপি সদস্যকে অর্থদণ্ড ও সার বাজেয়াপ্ত করা হয়েছে। গত বুধবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার অনাদি বৈরাগী অনুপকে লাইসেন্স ছাড়া সার মজুদের অপরাধে নগদ মাত্র ২০ হাজার টাকা এবং সহযোগিতার অপরাধে ট্রাকচালককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়ির গুদামে বিপুল সার পাওয়া গেলেও তাদেরকে গ্রেফতার করা হয়নি ।

কালের কন্ঠের সূত্র জানায়, গোপান সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য অনাদি বৈরাগী অনুপের বাড়িতে গিয়ে সার মজুদ দেখতে পায় সহকারী কমিশনার মহসিন উদ্দিন। এ সময় লাইসেন্স দেখতে চাইলে তিনি কোনো লাইসেন্স দেখাতে পারেননি। তাই লাইসেন্স ছাড়া সার মজুদের অপরাধে অনাদি বৈরাগীকে ২০ হাজার ও তার সহযোগী হিসেবে ট্রাকচালককে ৪ হাজার টাকা জরিনামা করা হয়। সেইসঙ্গে সমস্ত সার বাজেয়াপ্ত করা করা হয়।

গত মঙ্গলবার দিবাগত রাতে মাদারিপুর জেলার কালকিনি উপজেলা থেকে ঢাকা মেট্রো-ট, ২০-৫৭৫৫ নম্বরের ট্রাকে করে সার আনেন ইউপি সদস্য। ৫০ কেজি ওজনের তিনশ বস্তা ইউরিয়া সার অবৈধভাবে আমদানি করে নিজ বাড়ির গোডাউনে মজুদ করে রাখেন এই হিন্দু নেতা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মিরী সাংবাদিকদের উপর ভারতীয় মালাউন বাহিনীর ক্র্যাক ডাউন
পরবর্তী নিবন্ধআমেরিকার সম্মতিতে পশ্চিম তীর দখলের সিদ্ধান্ত ইহুদিবাদী ইসরাইলের; নিন্দা জানালো ফিলিস্তিন