ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন সিআইআই, এনআরসি এবং এনআরপির বিরুদ্ধে প্রতিবাদকারী মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার অব্যাহত রেখেছে ভারতীয় মালাউন সরকার। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অন্যায়ভাবে হয়রারানি বন্ধের প্রতিবাদে আজ শুক্রবার আওরাঙ্গবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল মুসলিম প্রতিনিধি পরিষদের প্রধান জিয়াউদ্দিন সিদ্দিকি। খবর মিল্লাত টাইমসের।
মিল্লাত টাইমসের খবরে বলা হয়েছে, প্রতিবাদ সমাবেশের জন্য অনুমতি চেয়ে আওরঙ্গবাদ প্রশাসনের কাছে একটি আবেদন করা হয়েছে। তাতে বলা হয়েছে, দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণকারী, সাধারণ মানুষ, জনগণের অধিকারের পক্ষে কথা বলা সাংবাদিক ও আন্দোলনে সমর্থন জানানো ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেলে বন্দী করা হচ্ছে। তাই এই অন্যায় জুলুম নির্যাতন বন্ধে মুসলিম প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে ২৬ জুন শুক্রবার বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ সমাবেশটি আওরঙ্গবাদ থানার সামনে আজ দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলার কথা।