কাশ্মীরে শত শত মানুষের ওপর ভারতীয় মালাউন বাহিনীর ছররা গুলি, ৪০ আহত

0
737
কাশ্মীরে শত শত মানুষের ওপর ভারতীয় মালাউন বাহিনীর ছররা গুলি, ৪০ আহত

কাশ্মীরে শত শত মানুষের ওপর ভারতীয় বাহিনীর ছররা গুলিতে ৪০ জন আহত হয়েছে।

এসব মানুষের ওপর কাশ্মীরে ভারতের দখলদার মোদী বাহিনী হিসেবে পরিচিত পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুড়েছে বলে জানা গেছে।

কাশ্মীরী মিডিয়া সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ জানায়, ভূ-স্বর্গ খ্যাত  উপত্যকাটির প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় এ ঘটনা ঘটে।

শত শত মানুষকে ভারতীয় পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে মানুষকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও ছররা গুলি ছুড়ে।

সে সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

শ্রীনগরের হাসপাতাল কর্মীদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, আহত অন্তত ৩০ জন সেখানে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপানি নিয়ে গ্রিসের সাথে বাকযুদ্ধে তুরস্ক
পরবর্তী নিবন্ধরাজধানীতে ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে