খোরাসান | তালেবানে যোগদিলো আরো ৯৭ কাবুল সৈন্য

0
800
খোরাসান | তালেবানে যোগদিলো আরো ৯৭ কাবুল সৈন্য

ইমারতে ইসলামিয়ার বিজয় যতই তরান্বিত হচ্ছে, ততই তালেবানে যোগ দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে কাবুল বাহিনীতে। গত ১৮ নভেম্বরেও ৯৭ কাবুল সৈন্য তালেবানে যোগ দিয়েছে।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অফিসিয়াল ‘আল-ইমারাহ’ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের দুটি রাজ্য থেকে গত ১৮ নভেম্বর ৯৭ জন কাবুল সৈন্য সত্যতা বুঝতে পেরে তালেবান মুজাহিদদের সাথে এসে মিলিত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, কান্দাহার প্রদেশের একটি জেলার বিভিন্ন স্থান থেকে ৭০ জন সেনা ও পুলিশ সদস্য তালেবান মুজাহিদদের সাথে এসে মিলিত হয়েছে। যারা কাবুল প্রশাসনের সামরিক দায়িত্ব থেকে পদত্যাগ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

এমনিভাবে রোজগান প্রদেশের দাহরাওয়াদ জেলা থেকেও কাবুল সরকারের ২৭ সেনা ও পুলিশ সদস্য মুজাহিদদের সাথে এসে মিলিত হয়েছে।

এখানে লক্ষ্যণীয় যে, সম্প্রতি প্রায় প্রতিদিনই কাবুল সরকারের এক বিশাল সংখ্যক কর্মকর্তা সামরিক বাহিনী ছেড়ে চলে যাচ্ছে, যাদের মাঝে সংখ্যাগরিষ্ঠ কর্মকর্তাই তাদের অস্ত্রশস্ত্র নিয়ে তালেবানদের কাছে আত্মসমর্পণ করছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | মুজাহিদদের হামলায় ৩ মুরতাদ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধখোরাসান | মুজাহিদদের হামলায় ৫৩ মুরতাদ সৈন্য হতাহত