সৌদি আগ্রাসনে ইয়েমেনে নিহত ৩,৮০০ শিশু

0
654
সৌদি আগ্রাসনে ইয়েমেনে নিহত ৩,৮০০ শিশু

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত ৩,৮০০ শিশু নিহত হয়েছে। আহত হয়ে চিরতরে পঙ্গু হয়েছেন হাজার হাজার শিশু। প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না চার লাখের বেশি শিশু।

গত ২৪ ডিসেম্বর রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের যেসব মানুষ সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের অসহায় শিকার তাদের মধ্যে শিশুরা শীর্ষে রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি শিশু খাদ্য অভাবে ভুগছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের শিশু হাসপাতালগুলোতেও হামলা চালাতে লজ্জাবোধ করছে না বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ২০১৮ সালের আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে একটি স্কুলবাসে বিমান হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হয় যে, সৌদি জোট শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশুধু কৃষ্ণাঙ্গ বলে চিকিৎসা দেয়নি যুক্তরাষ্ট্রের হাসপাতাল, অতঃপর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু: স্বজন-চিকিৎসকদের সংঘর্ষে আহত ৫