শুধু কৃষ্ণাঙ্গ বলে চিকিৎসা দেয়নি যুক্তরাষ্ট্রের হাসপাতাল, অতঃপর মৃত্যু

0
593
শুধু কৃষ্ণাঙ্গ বলে চিকিৎসা দেয়নি যুক্তরাষ্ট্রের হাসপাতাল, অতঃপর মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালের বিরুদ্ধে করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। পেশায় একজন চিকিৎসক ছিলেন তিনি।

৫২ বছর বয়সী সুসান মুরে নামে ওই কৃষ্ণাঙ্গ চিকিৎসার জন্য ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এ সময় কোন একজন ডাক্তারও তাকে চিকিৎসা দেবার জন্য এগিয়ে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, মারা যাওয়ার আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রেও কালো মানুষেরা চরম বৈষম্যের শিকার। আমি একজন চিকিৎসক হয়েও শ্বেতাঙ্গ চিকিৎসকের বর্ণবাদী আচরণের শিকার হচ্ছি।

তিনি বলেন, আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করলেও শ্বেতাঙ্গ চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে এগিয়ে আসেননি।

সূত্র : ইসলামটাইমস।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | তালেবান কর্তৃক ৮১০ কৃষকের মাঝে উন্নত গম এবং রাসায়নিক সার বিতরণ
পরবর্তী নিবন্ধসৌদি আগ্রাসনে ইয়েমেনে নিহত ৩,৮০০ শিশু