এবার ফ্রান্সে মুসলমানদের জন্য গরু জবাই নিষিদ্ধ ঘোষণা

0
976
এবার ফ্রান্সে মুসলমানদের জন্য গরু জবাই নিষিদ্ধ ঘোষণা

ফ্রান্সের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে দমন পীড়ন নীতি অব্যাহত রেখেছে দেশটির ম্যাক্রঁ সরকার। একদিকে বাকস্বাধীনতার নামে ইসলাম ও ইসলামের নবীকে অপমান করে যাচ্ছে। অন্যদিকে আইনের মারপ্যাচে বিভিন্নভাবে মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি পালনে নিষেধাজ্ঞাসহ তাদের ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও ঘরবাড়ি বাজেয়াপ্ত করছে। চরমপন্থা দমনের নামে মুসলমানদের বিভিন্নভাবে হয়রানি করছে।

সম্প্রতি এক আইনের আওতায় আগামী জুলাই থেকে সরকারীভাবে মুসলমানদের বৈধপন্থায় পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ফরাসী কৃষি মন্ত্রক এ আইন জারি করতে যাচ্ছে। গতকাল শনিবার (২০ মার্চ) কাতার থেকে প্রকাশিত ‘আশ শারক ও আলজাজিরারা’ এ তথ্য দিয়েছে।

সরকার কর্তৃক এই একতরফা নিয়ম ফ্রান্সের মুসলমানসহ বিশ্বের সকল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।বর্তমান ফ্রান্সের মুসলিম নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান অনুভূতি যে, ম্যাক্রো সরকার তাদের কোণঠাসা করা এবং তাদের ধর্মীয় আচার রীতি পালন থেকে বিরত রাখার একটি নিয়মতান্ত্রিক জুলুমের নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে।

এদিকে প্যারিস, লিয়ন ও এভরির উল্লেখযোগ্য বড় বড় তিনটি মসজিদের কর্তৃপক্ষরা এ আইন প্রত্যাখান করে। মসজিদ কমিটির জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, মসজিদ কমিটি গত ২৩ নভেম্বর হালালপন্থায় পশু জবাই নিয়ে ফরাসী কৃষি ও খাদ্য মন্ত্রকের সাথে আলোচনার জন্য বৈঠক করেছেন। তবে এতে কোনো ফল হয়নি।

আগামি জুলাই মাসে বৈধপন্থায় পশু জবাইয়ের সম্প্রতি এই আইন মুসলিম সম্প্রদায়ের জন্য একটি খারাপ বার্তা বলে মন্তব্য করেছেন তারা। তবে তারা ধর্মীয় এই মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য সমস্ত আইনী প্রক্রিয়া অবলম্বন করবেন বলে জানিয়েছেন।

হালালপন্থায় জবাই নিষেধ করে অমুসলিম কসাইখানা থেকে গোশত কিনে খাওয়া মুসলমানদের ধর্মীয় নিয়ম অনুযায়ী বৈধ নয়। তাই তারা ফরাসী কৃষি ও খাদ্যমন্ত্রীকে মসজিদের সংশ্লিষ্টদের সাথে জরুরিভাবে একটি সভায় অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: আশ শারক ও আলজাজিরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজনগণকে আবারও থ্রেট দিলো আওয়ামী সরকার
পরবর্তী নিবন্ধসোমালিয়া | মুজাহিদদের হামলায় ৭ মুরতাদ সৈন্য হতাহত