ইসলাম বিদ্বেষী সরকারের প্রজ্ঞাপনে মসজিদে তারাবি পড়তে না পেরে মুসল্লিদের ক্ষোভ

0
775
ইসলাম বিদ্বেষী সরকারের প্রজ্ঞাপনে মসজিদে তারাবি পড়তে না পেরে মুসল্লিদের ক্ষোভ

১৩ এপ্রিল থেকে শুরু হওয়া পবিত্র রমজানের তারাবির নামাজ পড়ায় নতুন নীতিমালা দিয়েছে মুরতাদ প্রশাসনের ধর্ম মন্ত্রণালয়। এই নীতিমালা অনুযয়িীতারাবির নামাজের জামাতে ইমাম-মুয়াজ্জিনসহ ২০ জনের বেশি মুসল্লি একত্রিত হওয়া নিষেধ। সরকারের এ নিষেধাজ্ঞার কারণেই মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া তারাবির নামাজ জামায়াতের সঙ্গে আদায় করতে পারেননি দেশের লাখ লাখ মুসল্লি। মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে না পারায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের কেন্দ্রীয় জামে মসজিদের গেট বন্ধ করে দেয়া হয়েছে। জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়তে মসজিদে প্রবেশ করতে না পেরে মসজিদের সামনের রাস্তায় বিক্ষোভ করছেন শতাধিক মুসল্লি।

169922531-3046695968991541-2567254388786521617-n

169961760-3046696185658186-3260871725815402875-n

 

170888687-3741335439329512-6328951523036969840-n

170976459-3046696062324865-4380936230421292444-n

171605432-1192866231160324-3343644133068579032-n

171831580-2854675018183964-8609269265990568661-n

172226225-1192866131160334-2795054292320372609-n

172254156-3046696145658190-2538799473754833564-n

172310898-3046695988991539-5969543836558439815-n

172334254-3046696112324860-1500950379128247568-n

172678828-3046695925658212-7350005140660053207-n

৯২% মুসলমান দেশের চিত্র এটি….
সারা দেশের মসজিদে তালা।
মুসল্লীরা মসজিদের বাইরে তারাবীর নামাজ পড়েছে।
মোদিকে নিয়ে স্বাধীনতা উদযাপন, বইমেলা, বাংলাদেশ গেমস, হিন্দুদের স্নান উৎসব, গার্মেন্টস, ব্যাংক কোথায়ও কোন সমস্যা নাই, সমস্যা শুধু শুধু মসজিদে !
وَ مَنۡ اَظۡلَمُ مِمَّنۡ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنۡ یُّذۡکَرَ فِیۡهَا اسۡمُهٗ وَ سَعٰی فِیۡ
خَرَابِهَا ؕ اُولٰٓئِکَ مَا کَانَ لَهُمۡ اَنۡ یَّدۡخُلُوۡهَاۤ اِلَّا خَآئِفِیۡنَ ۬ؕ لَهُمۡ فِی الدُّنۡیَا خِزۡیٌ وَّ لَهُمۡ فِی الۡاٰخِرَۃِ
عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۱۴﴾
অর্থঃ আর তার চেয়ে অধিক যালেম কে? যে আল্লাহর মাসজিদসমূহে তাঁর নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরাণ করতে চেষ্টা করে? তাদের তো উচিৎ ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রহসনের লকডাউনে বাংলাদেশ, সাধারণ জনগণের প্রত্যাখ্যান
পরবর্তী নিবন্ধফিলিস্তিন | ইহুদি সেনার বুলেটে চোখ হারাল এক মুসলিম কিশোর