খোরাসান | ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল তালিবান

2
1619
খোরাসান | ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল তালিবান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান সরকার নতুন এক বিবৃতিতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এদিনগুলোতে তালিবান তাদের সকল সদস্যকে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের ৩ দিন জনগণকে শান্তি ও নিরাপত্তার সাথে পবিত্র ঈদুল-ফিতর উদযাপনে সহায়তা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে তালেবান তিন দিনের মধ্যে “শত্রু” দ্বারা আক্রমণ করা হলে, তারা তাদের অঞ্চল রক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্যও সকল তালিবান সদস্যদের নির্দেশ দিয়েছে।

বার্তায় তালেবান নেতৃত্ব তার কর্মীদের, কাবুল বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে প্রবেশ না করার এবং মুজাহিদ নিয়ন্ত্রিত এলাকায় কাবুল সেনাদের প্রবেশের অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছে।

“মুজাহিদিনরা শত্রু এলাকায় প্রবেশ করবে না এবং শত্রু কর্মীদের মুজাহিদিন নিয়ন্ত্রিত এলাকায়ও প্রবেশ করতে দেওয়া হবে না।”

বিগত ২০ বছর ধরে তালিবানরা প্রকাশ্য ও অঘোষিতভাবে ঈদের সময়গুলোতে আক্রমণ বন্ধ রেখেছে। তালিবানদের যুদ্ধবিরতির সাম্প্রতিক ঘোষণাকে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাল পদক্ষেপ হিসাবে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে।

খোরাসান | ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল তালিবান

2 মন্তব্যসমূহ

Leave a Reply to Rifat Abrar প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | পাক-তালিবানের তীব্র হামলায় ৫ মুরতাদ সৈন্য নিহত, আহত অনেক
পরবর্তী নিবন্ধসোমালিয়া | রাজধানীর কেন্দ্রস্থলে আল-কায়েদার শহিদী হামলা, ২৭ এরও বেশি সামরিক কর্মকর্তা নিহত