সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ভগ্নাংশের স্তুপের নিচ থেকে ছোট্ট শিশুকে জীবন্ত পেয়ে সিজদায় লুটিয়ে পড়লো শিশুর পিতা৷
গত (১৬ মে) রবিবার সকালবেলা দখলদার ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় ধ্বসে পড়ে বেশ কয়েকটি ভবন। এতে ২৬ জন শহীদ ও শতাধিক আহত হয়।
তথ্যসূত্রে আলজাজিরার তথ্যমতে আগ্রাসনের শুরু থেকে এপর্যন্ত শহীদের সংখ্যা ১৭৪ ও আহতের সংখ্যা ১২০০।
শিশুটিকে ফিরে পেয়ে নির্যাতিত পিতা বলে ওঠে ‘তুমি বেঁচে আছো বাবা! আলহামদুলিল্লাহ! তোমার অসংখ্য শুকরিয়া ইয়া আল্লাহ!’ এরপর তিনি জমীনে সিজদায় লুটিয়ে পড়েন। উদ্ধারকারীদেরও তিনি শুকরিয়া জানান।
সূত্র: আলজাজিরা
আলহামদুলিল্লাহ….