খোরাসান | প্রাদেশিক রাজধানী দৌওলত-শাহ জেলা কেন্দ্র দখলে নিয়েছে তালিবান

1
1160
খোরাসান | প্রাদেশিক রাজধানী দৌওলত-শাহ জেলা কেন্দ্র দখলে নিয়েছে তালিবান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান মুজাহিদিন লগমনের প্রাদেশিক রাজধানী দৌওলত-শাহ এর জেলা কেন্দ্র দখলে নিয়েছেন।

লাগমানে কাবুল সরকারের নিযুক্ত গভর্নর রহমতউল্লাহ ইয়ারমাল সংবাদটির সত্যতা নিশ্চিত করে বলেছে, গত কয়েক দিন ধরে জেলাটি তালেবান যোদ্ধারা অবরোধ করে রেখেছিল, যার ফলে সরকারী সৈন্যরা জেলা কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হয়েছে।

এদিকে, স্থানীয় এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে টলিউনিউজকে জানিয়েছে যে, সরকারী সৈন্যদের গত এক সপ্তাহ ধরে জেলা কেন্দ্রে ঘেরাও করে রেখেছিল তালিবান,  গতকাল সকালে তালিবান যখন জোরদার হামলা চালিয়েছে, তখন সামরিক শক্তির অভাবে আধাঘণ্টাও তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হয়নি কাবুল বাহিনী। যার ফলে সকাল সাতটার মধ্যে জেলা কেন্দ্রে অবরোধের শিকার সমস্ত সেনা ও পুলিশ সদস্য সামরিক যানবাহন ও অস্ত্র নিয়ে তালেবানের কাছে আত্মসমর্পণ করে।

এদিকে গত ৪৮ ঘণ্টার মধ্যে আলিশাং জেলার ৭টি সামরিক ঘাঁটি দখলে নিয়েছেন তালেবান মুজাহিদিন। বর্তমানে আলিশাং জেলা কেন্দ্রটিও তালিবানদের অবরোধের মধ্যে রয়েছে।

১টি মন্তব্য

Leave a Reply to মু. হানিফুল ইসলাম প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধগাজা দখলের ইচ্ছা প্রকাশ নেতানিয়াহুর