সিরিয়ায় আসাদ সরকার ও তার মিত্রবাহিনীর হামলায় নিহত ৮

1
981
সিরিয়ায় আসাদ সরকার ও তার মিত্রবাহিনীর হামলায় নিহত ৮

সন্ত্রাসী বাশার আল আসাদ সরকার ও তার মিত্রশক্তি ইরান সমর্থিত শিয়া সন্ত্রাসী দলগুলোর হামলায় মৃত্যুবরণ করেছেন ৮ জন সুন্নি মুসলিম। আহত হয়েছেন আরও ৯ জন।

গত শনিবার (৩ জুলাই) দেশটির ইদলিব প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

হোয়াইট হেলমেট সিভিল ডিফেন্স গ্রুপের মিডিয়া প্রধান হাসসান আল আহমাদ জানান, ডি-এস্কেলশন জোনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আসাদ বাহিনী ও তার সন্ত্রাসী মিত্ররা দক্ষিণ ইদলিবের মাসহুন, ইবলিন ও বালয়ুন গ্রামে হামলা চালিয়েছে। তাদের নৃশংস হামলায় মাসহুনে ৫ জন, ইবলিনে ২ জন এবং বালয়ুনে ১ জন নিহত হয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ডি- এস্কেলেশন জোন নির্ধারণ এবং যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হলেও খুনি আসাদ ও তার মিত্রবাহিনী কোনো তোয়াক্কা না করেই বিশেষ জোনে দফায় দফায় হামলা চালিয়ে সুন্নি মুসলিম গণহত্যা কার্যক্রম অব্যাহত রেখেছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকর্মক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার ৫ লক্ষ ৯ হাজার মার্কিন সৈন্য
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো অভিশপ্ত ইসরায়েল