পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির-আলি এলাকায় পাক তালিবান কর্তৃক দেশটির মুরতাদ সেনা বাহিনীর পোস্টে বড়ধরণের হামলার খবর পাওয়া গেছে।
বিবরণে বলা হয়েছে, গতকাল (২৫ জুলাই) রাতে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) জানবায মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত মুরতাদ পাকিস্তানী সেনাবাহিনীর একটি পোস্ট টার্গেট করে ভারী অস্ত্র দ্বারা বড়ধরণের আক্রমণ চালিয়েছেন। আর হামলার ফলে পাকিস্তান সেনাবাহিনীর অনেক মুরতাদ সদস্য হতাহতের শিকার হয়েছে।
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহাম্মদ খোরাসানী হাফিজাহুল্লাহ্ এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি আরও যোগ করেছেন যে, আক্রমণের শিকার বাহিনীবে মুরতাদ সেনাদের অন্য কোন ইউনিটও পুনরুদ্ধার করার সুযোগ পায়নি, বরং মুরতাদ বাহিনীকে সহায়তা করতে আমেরিকার তৈরি একটি বিশাল সাঁজোয়া যানে করে আশা সেনারাও মুসকি ও হাসসোখেলের মধ্যবর্তী খাইসুর রোডে মুজাহিদিনদের তীব্র আক্রমণের শিকার হয়।
এতে সাঁজোয়া যানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং যানটিতে থাকা সমস্ত সৈন্য মারা যায়। নিহত সেনাদের মৃত দেহ হামলার দ্বিতীয় দিনও ঘটনাস্থলে পড়ে ছিল।
ইনশাআল্লাহ্, হতাহতের পরিসংখানটিও হয়তো খুব শীগ্রই জানা যাবে।