তালেবানের আহ্বানে ‘হিজরত’ ও ভারতে আটকের দাবি ডিএমপি কমিশনারের : নতুন জঙ্গি-নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছে কি.?!

1
2670
তালেবানের আহ্বানে ‘হিজরত’ ও ভারতে আটকের দাবি ডিএমপি কমিশনারের : নতুন জঙ্গি-নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছে কি.?!

বাংলাদেশী কিছু মানুষ তালেবান কর্তৃপক্ষের ডাকে আফগানিস্তানে হিজরেতের চেষ্টা করার এক কাল্পনিক দাবি উত্থাপন করেছে ডি.এম.পি. কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এমন উদ্যোগ নিয়ে কিছু লোক নাকি ভারতে গ্রেফতারও হয়েছে বলে জানিয়েছে সে। [১]
তবে এমন হাস্যকর দাবির পিছনে কোন প্রমাণ উপস্থাপন করেনি সে।

গত পরশু একজন বোমা বিশেষজ্ঞ আটকের নাটকের কথাও উল্লেখ করে সে আরও বলে, “যারা জঙ্গি হামলাগুলো করে, তারা এখনও হামলা করার চেষ্টা করছে, তাদের প্রধান কাজই হলো আন্তর্জাতিক গণমাধ্যমে আসা। … এ ক্ষেত্রে ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে। ১৫ আগস্টের ভেন্যুর আশপাশে না হোক, এর থেকে দুই কিলোমিটার দূরেও যদি বোমা ফাটাতে পারে, তাতেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে।… কিন্তু যে গ্রুপ ডেভেলপ করে উঠছিল, সেই পুরো ট্র্যাক ধরা পড়ে গেছে। আমাদের আশঙ্কা আছে, কিন্তু সর্বোচ্চ মেধা ও চেষ্টা দিয়ে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটার জন্য তৎপর আছি।’

ডিএমপি কমিশনার তার এমন ভারসাম্যহীন আলাপের সময় যখন কথার কোন মিল ছাড়াই এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে থাকে, জনগণ তখন স্বাভাবিকভাবেই সন্দেহ করে যে সে হয়তো আবার নতুন কোন জঙ্গি নাটক সাজাতে যাচ্ছে।
কারণ, দুর্নীতিবাজ-অথর্ব এই গুন্ডাবাহিনী আগেও যতবার এমন জঙ্গি-নাটক মঞ্চায়ন করেছে, ততবারই ঘটনার আগের কিছুদিন তারা নিজেদের গুণকীর্তন করে এমন অসংলগ্ন কথা-বার্তা চালিয়ে গেছে।

তথ্যসূত্র :
——–
[১] তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশী ‘হিজরতে’ বেরিয়েছে : ডিএমপি কমিশনার – https://tinyurl.com/4tvuth6m

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | রাজধানী কাবুল ব্যাতিত পুরো আফগান এখন তালিবানদের নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ ম্যাপে যুক্ত করে সন্ত্রাসী বিজেপি নেতার পোস্ট