ইহুদিদের অকল্পণীয় ধৃষ্টতা! আল-আকসার মসজিদ চত্বরে পুলিশি নিরাপত্তায় ইহুদীদের প্রার্থনা!

0
802
ইহুদিদের অকল্পণীয় ধৃষ্টতা! আল-আকসার মসজিদ চত্বরে পুলিশি নিরাপত্তায় ইহুদীদের প্রার্থনা!

মাসজিদ আল আকসার গোল্ডেন ডোম অফ রক নামে পরিচিত জায়গাটি থেকেই মেরাজের সময় বোরাকে চরে ঊর্ধ্বাকাশ যাত্রা শুরু করেছিলেন প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম। আর এই স্থানেই এবার প্রার্থনা শুরু করেছে অভিশপ্ত ইহুদিরা, যা তারা আগে কখনো করতে সাহস দেখায়নি।

ইহুদিরা এই স্থানকে টেম্পল মাউন্ট বলে ডাকে। খোদ সন্ত্রাসী ইসরায়েল সরকারের পক্ষ থেকেই টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা ছিল। তবে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আল আকসায় ইহুদিদের প্রার্থনার স্বাধীনতা নিশ্চিত করতে চায়!

ইহুদিদের দাবি এখানেই ছিল তাদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির, যা সত্তর খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করে দিয়েছিল। তাদের কথিত মন্দিরের পশ্চিম দেওয়াল নাকি আজও টিকে আছে, যাতে হাত রেখেই এতদিন কান্নাকাটি করা সহ অদ্ভুত সব মনগড়া প্রার্থনা করে আসছিল ইব্রাহিমি ধর্মের বিকৃতিকারী এই ইহুদিরা। আর সেখান থেকে এখন তারা ধীরে ধীরে ভিতরের দিকে অগ্রসর হচ্ছে।

অসহায় ফিলিস্তিনি মুসলিমরা এমন আশঙ্কাও প্রকাশ করছেন যে, হেব্রনের মতো আল আকসার জায়গাও ভাগ করার পায়তারা করছে ইসরায়েল।

তবে নিজ জনগণের উপর ধরপাকড় চালাতে ব্যস্ত আব্বাস কিংবা ইসরাইলের মরুভূমির বালুতে রকেট ছুড়ে প্রতিবাদ করা হামাস যে এই সমস্যার সমাধানে ন্যূনতম কোন ভূমিকা রাখতে পারবে – এব্যপারে নিয়ে খোদ ফিলিস্তিনবাসী এখন যথেষ্ট সন্দিহান।

ইহুদিরা কিন্তু এবার এক নতুন মিথ্যা (!) দাবি নিয়ে এসেছে!

অভিশপ্ত ইহুদিরা এখন দাবি করছে যে এই আল-আকসা চত্বর মুসলিমদের একার নয়! মুসলিমদের জন্য এটা তৃতীয় পবিত্রতম জায়গা; কিন্তু ইহুদিদের এটা পবিত্রতম জায়গা। তাই এখানে প্রার্থনা করার অধিকার তাদের রয়েছে!

ইহুদিদের প্রতি ক্রমেই মানবিক হতে থাকা দালাল মিডিয়া আগে থেকেই এমন প্রচারে মেতেছে যে, ফিলিস্তিনিদের পাথর নিক্ষেপ আর টায়ার জ্বালিয়ে সন্ত্রাস করার বিরুদ্ধে ইসরাইলিদের বোমা মেরে ফিলিস্তিনি মুসলিম নারী-শিশুদের হত্যা করা বা ‘নিজেদের রক্ষা করার অধিকার আছে’।

এবার কি তাহলে যায়নবাদীদের দালাল এই মিডিয়া ‘মুসলিমদের তৃতীয় পবিত্র’ আর ‘ইহুদিদের পবিত্রতম’ – এই ধোয়া তুলেবে? মানবিক বিবেচনায় নাপাক ইহুদিদের পবিত্র আল-আকসায় প্রার্থনার অধিকার আদায়ের আন্দোলনে মেতে উঠবে? আল আকসায় ইহুদিদের প্রার্থনার অধিকারে বাঁধা প্রদান করা মুসলিমদের উগ্রবাদী আর সন্ত্রাসী বলবে? – এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমদের মনে।

আল আকসার বর্তমান নিয়ন্ত্রণ জর্ডানি-ফিলিস্তিনি ওয়াকফ বোর্ডের কাছে আছে। তবে ফিলিস্তিন উদ্ধারে স্পষ্ট কোন নববী পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় আল-আকসা যে ধীরে ধীরে ইহুদিদের দখলে চলে যেতে শুরু করেছে, এই সত্য মুসলিম বিশ্বের কাছে এখন স্পষ্ট হয়ে উঠেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের কারাগারে সন্তান প্রসবের সময়েও বন্দি এক ফিলিস্তিনি নারী
পরবর্তী নিবন্ধপাকিস্তান | পাক-তালিবানের সফল হামলায় ৬ মুরতাদ সেনা হতাহত