পাকিস্তান | পাক-তালিবানের সফল হামলায় ৬ মুরতাদ সেনা হতাহত

0
932
পাকিস্তান | পাক-তালিবানের সফল হামলায় ৬ মুরতাদ সেনা হতাহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার লোয়ার দির জেলায় দেশটির মুরতাদ সেনাদের উপর ২টি পৃথক হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদগণ। এতে এক অফিসার সহ ৩ সেনা নিহত এবং অন্য ৩ সেনা আহত হয়েছে।

বিবরণ অনুযায়ী, আজ ২৭ আগস্ট শুক্রবার, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার লোয়ার-দির জেলার জানদোল সীমান্তের মিসকিনি এলাকায় পাকিস্তানী মুরতাদ সেনাদের একটি সামরিক কাফেলার উপর পূর্ব থেকেই পজিশন নিয়ে হামলা চালান পাক-তালিবান (টিটিপি) মুজাহিদিন। যাতে সামরিক বাহিনীর ১ সেনা নিহত ও আরও ৩ সেনা আহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগও (আইএসপিআর) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে, আইএসপিআর জানায়, গুল আমির নামে এক অফিসার হামলায় নিহত হয়েছে।

তালিবান মুখপাত্র মোহাম্মদ খোরাসানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত হামলায় ১ অফিসার নিহত ও ৩ সেনা আহত হওয়ার সংবাদটি নিশ্চিত করার সাথে সাথে এও জানান যে, ওই এলাকায় টিটিপির মুজাহিদদের গুলিতে আরো ২ সেনা সদস্যও নিহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইহুদিদের অকল্পণীয় ধৃষ্টতা! আল-আকসার মসজিদ চত্বরে পুলিশি নিরাপত্তায় ইহুদীদের প্রার্থনা!
পরবর্তী নিবন্ধব্যাটল অফ মানযিকার্ট: কুফফার বাইযানটিনদের ভীত কাঁপানো মুসলিমদের ঐতিহাসিক বিজয়