ভারতে হিন্দুদের ভয়ে দেবতার নামে দোকান খোলেও শেষ রক্ষা হয়নি মুসলিম বিক্রেতার; চালানো হল ভাঙচুর

0
1555
ভারতে হিন্দুদের ভয়ে দেবতার নামে দোকান খোলেও শেষ রক্ষা হয়নি মুসলিম বিক্রেতার; চালানো হল ভাঙচুর

ভারতে মথুরার রাস্তায় দোসা বিক্রি করেন এক মুসলিম ব্যক্তি। হিন্দুদের আক্রমণের ভযে তাঁর দোকানের নাম দিয়েছেন ‘শ্রীনাথ দোসা সেন্টার’। তবু শেষ রক্ষা হয় নি। হিন্দু দেবতার নামে কেন তিনি নিজের দোকানের নামকরণ করেছেন— এই প্রশ্ন তুলে কিছু মালাউন চড়াও হয় তাঁর দোকানে। হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর দোকান ভাঙচুরও করা হয়েছে। ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মথুরার ওই দোসা বিক্রেতার নাম ইরফান। বিকাশ বাজার এলাকায় একটি স্টলে দোসা বিক্রি করেন তিনি। ১৮ অগস্ট তাঁর দোকানে আসে এক দল লোক। তাঁরাই দোকানে ভাঙচুর করেছে বলে অভিযোগ।

তারা নিজেদের ‘কৃষ্ণভক্ত’ হিসাবে পরিচয় দিয়ে তাঁদের মুখে মথুরাকে ‘শোধন’ করার কথাও বলতে শোনা গিয়েছে ওই ভিডিয়োয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে আত্মঘাতী হামলার পর ক্রুসেডার মার্কিন বাহিনীর নির্বিচারে গুলি
পরবর্তী নিবন্ধটিটিপি ইস্যু আফগানিস্তানের নয়, পাকিস্তানের- জাবিহুল্লাহ মুজাহিদ