সিরিয়ায় কুখ্যাত নুসাইরী শিয়া মিলিশিয়াদের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আনসার আল-ইসলাম।
আল-আনসার মিডিয়ার সূত্রে জানা গেছে, গত ১লা অক্টোবর শুক্রবার, সিরিয়ার হামলা সিটির সাহলুল-ঘাব অঞ্চলে হামলা চালিয়েছেন আনসার আল-ইসলামিয়ার মুজাহিদগণ। এলাকাটিতে কুখ্যাত নুসাইরী শিয়া মিলিশিয়াদের সমাবেশস্থল লক্ষ্য করে মুজাহিদগণ 73mm SPG-9 ক্ষেপণাস্ত্র দ্বারা এই হামলা চালিয়েছেন।
এই হামলায় বেশ কিছু নুসাইরী সেনা হতাহত হয়েছে বলেও জানা গেছে। আলহামদুলিল্লাহ্