পাকিস্তানে গত এক মাসে টিটিপির আক্রমণে দেশটির গাদ্দার সামরিক বাহিনীর কমপক্ষে ৭৭ সেনা নিহত ও আহত হয়েছে। যার মাধ্যমে টিটিপি পাকিস্তানে আবারও তার শক্তির জানান দিয়েছে।
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) অফিসিয়াল “উমর মিডিয়া” কর্তৃক প্রচারিত ইনফোগ্রাফি অনুসারে, গ্রুপটি গত অক্টোবর মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাদ্দার সামরিক বাহিনীকে টার্গেট করে মোট ২৪টি হামলা চালিয়েছে।
টিটিপির অন্যতম ও গুরুত্বপূর্ণ অভিযান কেন্দ্র উত্তর ওয়াজিরিস্তানে গত মাসে সর্বোচ্চ ১০টি হামলা চালানো হয়েছে। এমনিভাবে বাজুর এজেন্সীতে ৩টি, ডেরা-ইসমাঈল খান ও দীর জেলায় দু’টি করে মোট ৪টি অভিযান চালানো হয়েছে। এছাড়াও দেশের আরও ৭টি পৃথক স্থানে ১টি করে মোট ৭টি হামলা চালানো হয়েছে।
অক্টোবরে পাক-তালিবান কর্তৃক পরিচালিত এসব হামলায় ৫১ সেনা নিহত এবং আরও ২৬ সেনা আহত হয়েছে। পাশাপাশি এতে গাদ্দার সামরিক বাহিনীর ১ টি গাড়ি ধ্বংস এবং সেনাদের থেকে টিটিপির যোদ্ধারা ১টি মোটরবাইক ও ১টি ক্লাশিনকোভ গনিমত লাভ করেন।
গত সেপ্টেম্বর মাসের তুলনায় টিটিপির আক্রমণ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেলেও অনুমান করা হচ্ছে যে, এই হ্রাসের কারণ উত্তর-পশ্চিম পাকিস্তানের অনেক অঞ্চলে তুষারপাত ও শীতকালীন পরিস্থিতির প্রভাব। এছাড়াও পাক-তালিবান তাদের যোদ্ধাদেরকে শীতকালীন অভিযানের জন্য প্রস্তত করতে কিছুটা ব্যাস্ত সময় পার করছেন বলেও ধারণা করা হচ্ছে।
আল্লাহ তাআলা মুজাহিদীনের আক্রমণগুলোতে বারাকাহ দান করুন, আমীন।