আবারো পশ্চিম তীরে ১৩৫৫টি বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের : নীরবতায় সম্মতি মানবতার কথিত ফেরিওালাদের!

0
762
আবারো পশ্চিম তীরে ১৩৫৫টি বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের : নীরবতায় সম্মতি মানবতার কথিত ফেরিওালাদের!

ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন করে ১,৩৫৫টি আবাসিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে অবৈধ দখলদার ইসরাইল।

স্থানীয় সূত্র জানায়, গতো ২৩ অক্টোবর ইসরাইলের আবাসন মন্ত্রণালয় অবৈধ বসতি নির্মাণের লক্ষ্যে ১৩ টি প্রজ্ঞাপন জারি করে। এতে পশ্চিম তীরে ৭টি বসতিতে ১,৩৫৫টি আবাসিক ভবন এবং জেরুজালেমে ৮৩টি ভবন নির্মাণের ঘোষণা দেয়।

গত কয়েকবছর ধরেই পশ্চিম তীর এবং জেরুজালেমে অবৈধ বসতি নির্মাণ বহুগুণ বৃদ্ধি করেছে দখলদার ইসরাইল। শুধুমাত্র ২০২০ সালেই ১২,১৫৯টি আবাসিক ভবন নির্মাণ করেছে ইসরাইল।

এসব অবৈধ বসতি গড়ে তোলার জন্য ইসরাইল অসংখ্য ফিলিস্তিনি ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে।

বিপরীতে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ২৫৬টি বসতি গড়ে তুলেছে ইসরাইল। এসব বসতিতে অন্তত ৭ লাখ ইহুদি বসবাস করছে। যা তথাকথিত জেনেভা চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক আইনে পুরোপুরি অবৈধ।

আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের রাজধানী জেরুজালেমকেই অবৈধ ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ঘোষণার প্রেক্ষিতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দাবিদার জাতিসংঘ এবং কথিত মানবাধিকার সংস্থাগুলো তখন সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে গিয়ে কোন প্রতিক্রিয়া জানাতে পারেনি।

এই নীরবতাকে তাদের মৌন সম্মতি হিসেবেই অভিহিত করে থাকেন বিশ্লেষকগণ।

অন্যদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে, যুক্তরাষ্ট্র ইসরাইলকে ৩.৮ বিলিয়ন (৩৮০ কোটি) ডলার সাহায্য দিয়েছে। যা ২০১৬ সালে আমেরিকা ইসরাইলের জন্য আর্থিক বরাদ্দ নির্ধারণ করে, যার অধীনে ২০১৭-১৮ সাল থেকে তার পরবর্তী ১০ বছর ইসরায়েল ৩৮ বিলিয়ন ডলার বা ৩৮০০ কোটি ডলার সাহায্য দিবে।

এ বাদেও, গত বছর ইসরাইলে নতুন ইহুদি অভিবাসীদের আবাসন প্রকল্পে যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার সাহায্য দিয়েছে। আর এসব নতুন ইউরোপীয় ইহুদিদের জন্য পশ্চিম তীর ও জেরুজালেমকেই বেছে নিচ্ছে ইসরাইল।
যুক্তরাজ্যের বেশ কিছু ব্যবসায়ীও এসব অবৈধ বসতি স্থাপন প্রকল্পে বিনিয়োগ করেছে বলে গার্ডিয়ানে খবর প্রকাশ হয়েছে।

এছাড়াও, গতো বছর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান আব্রামোভিচের নিয়ন্ত্রণাধীন কয়েকটি কোম্পানি ফিলিস্তিনে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য ইসরাইলি বসতি নির্মাণকারী একটি সংস্থাকে ১০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে।

এ অবস্থায় ইসরাইল আগ্রাসন ও দখলদারির সমাধানের জন্য জাতিসংঘ বা পশ্চিমাদের থেকে নয়, বরং কোরআন-সুন্নাহর দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন হকপন্থী আলিমগণ।

তথ্যসূত্র:

(১) ‘Israel’ to build over 1,355 housing units in illegal settlements in West Bank and Jerusalem
https://tinyurl.com/53un4ad6

(২) আমেরিকার কাছ থেকে ইসরায়েল কত অস্ত্র আর অর্থ সাহায্য পায়?
https://tinyurl.com/j3j5xbsy

(৩) ফুটবল খেলার আড়ালে যেভাবে ইহুদীদের ষড়যন্ত্র বাস্তবায়নে সহায়তা করছে ‘চেলসি’
https://tinyurl.com/jrp28frw

(৪) Israel to build more residences for Jewsish settler in West Bank | Latest English News| WION
https://youtu.be/b3EyLDzSv2A

(৫) West Bank demolitions:Palestinian homes near fence destroyed
https://youtu.be/0k8_JcbfTZw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারও ‘জয় শ্রী রাম’ না বলায় এক মুসলিম যুবককে মারধর
পরবর্তী নিবন্ধইনফোগ্রাফ || পাকিস্তানে টিটিপি হামলা অব্যাহত, এক মাসে হতাহত ৭৭ এরও বেশি সেনা