মালিতে আল-কায়েদার সাথে এক লড়াইয়ে সামরিক বাহিনীর ২২ সেনা হতাহত

ত্বহা আলী আদনান

0
809
মালিতে আল-কায়েদার সাথে এক লড়াইয়ে সামরিক বাহিনীর ২২ সেনা হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জেএনাইএম ও গাদ্দার সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ সংঘটিত হয়েছে। এতে অন্তত ৮ সেনা নিহত এবং আরও ১৪ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি বুরকিনা ফাঁসো সীমান্তের নিকটবর্তী অঞ্চলে গাদ্দার মালিয়ান সামরিক বাহিনী ও আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী জেএনআইএম এর যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। যা কয়েক ঘন্টা যাবৎ স্থায়ী হয়।

সূত্রমতে, প্রতিরোধ যোদ্ধাদের তীব্র হামলার মুখে নাস্তানাবুদ হয়ে পড়ে গাদ্দার মালিয়ান সামরিক বাহিনী। ফলে এই হামলার ঘটনায় গাদ্দার বাহিনীর অন্তত ৮ সৈন্য নিহত হয়। এসময় আহত হয় আরও ১৪ সেনা সদস্য। সেই সাথে গাদ্দার সেনাদের ২টি গাড়ি ধ্বংস করেন মুজাহিদগণ। এছাড়াও ৫ সৈন্যকে বন্দী করে নিয়ে যান প্রতিরোধ যোদ্ধারা।

এদিকে, গত ১৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় এলিসি প্রাসাদে প্রায় ত্রিশজন আফ্রিকান এবং ইউরোপীয় ক্রুসেডার নেতাদের অংশগ্রহণে মালি মিশন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা থেকে ঘোষণা করা হয় যে, মালিতে দীর্ঘ নয় বছরের দখলদারত্বের পর দেশটি থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হবে।

ধারণা করা হচ্ছে, মালি থেকে ক্রুসেডার তাকুবা ও বোরখান ফোর্সের প্রত্যাহারের পর এই অঞ্চলে হামলা দ্বিগুণ করবে আল-কায়েদা। এই সম্ভাবনাও রয়েছে যে, আল-কায়েদার সাথে শান্তিচুক্তির জন্য বৈঠকে বসার চেষ্টা করবে দেশটি। কেননা ইতিপূর্বে একাধিকবার দুই পক্ষ বৈঠকে বসার চেষ্টা করেছে। তখন আল-কায়েদার পক্ষ থেকে শর্ত দেওয়া হয় যে, যদি মালি সরকার দখলদার ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে, কেবলমাত্র তখনই আল-কায়েদা সরকারের সাথে বৈঠকে বসবে।

তবে এখনো প্রশ্ন থেকে যায় যে, আল-কায়েদা কি বৈঠকে বসবে? কেননা এখনো ইউরোপীয় ট্টাস্ক ফোর্স, জাতিসংঘের ব্লু-হেলম্যাট বাহিনী এবং স্থানীয় G5 ফোর্স মালিতে অবস্থান করছে। সেই সাথে নতুন করে মালিতে নিয়ে আসা হয়েছে রাশিয়ান ভাড়াটে সেনাদের।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজালিম ইসরাইল কর্তৃক আবারো ফিলিস্তিনি হত্যা
পরবর্তী নিবন্ধপাক-তালিবানের পৃথক হামলায় গাদ্দার প্রশাসনের ৯ এরও বেশি সদস্য হতাহত