সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শাবেলি রাজ্যের ৩টি শহরে পৃথক অভিযান চালিয়েছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে গাদ্দার সরকারি বাহিনী ও দখলদার উগান্ডার সেনাবাহিনীর ডজনখানেকেরও বেশি সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ নিউজ এজেন্সির প্রদত্ত রিপোর্ট হতে জানা যায়, গত ৬ এপ্রিল বুধবার শাবেলি রাজ্যের জালওয়েইন, জানালি ও কিসমায়ো শহরে একযোগে হামলা চালান হারাকাতুশ শাবাব মুজাহিদিন।
এরমধ্যে জালওয়েইন শহরে গাদ্দার সোমালি সেনাদের একটি দলকে টার্গেট করে বোমা বিস্ফোরণ ঘটান মুজাহিদগণ। যাতে ঘটনাস্থলেই ৪ সেনা নিহত এবং আরও ৫ সেনা আহত হয়।
এদিন জানালি শহরে পশ্চিমা সমর্থিত সোমালি সেনাদের অন্য একটি ছোটো দলকে টার্গেট করেও হামলা চালান মুজাহিদগণ। যেখানে গাদ্দার সেনাদের উপর এ্যামবুশ করে হামলা চালান তাঁরা। এতে ঘটনাস্থলে ২ গাদ্দার সেনা নিহত হয়।
একই সাথে মুজাহিদগণ আক্রমণের স্থান থেকে কিছু অস্ত্র ও একটি মোটরবাইক গণিমত লাভ করেন।
অপরদিকে এদিন কিসমায়ো শহরে গাদ্দার সোমালি সেনা ও দখলদার উগান্ডার বাহিনীর ৩টি ঘাঁটিতে একযোগে হামলা চালান আশ-শাবাব মুজাহিদিন। হিট এন্ড রান কৌশলে চালানো এসব হামলায় বহু সংখ্যক সোমালি ও উগান্ডান সেনা নিহত হয়। এসময় অনেক সেনা আহত অবস্থায় পলায়ন করে।
উল্লেখ্য যে, সোমালিয়ায় আশ-শাবাব মুজাহিদদের ক্রমবর্ধমান প্রভাব ও একের পর এক সফল আক্রমণ চিন্তার রেখা ফেলে দিয়েছে পশ্চিমা সন্ত্রাসী ও তাদের স্থানীয় দোসরদের কপালে।
আল্লাহ তাআলা মুজাহিদদের দ্রুত বিজয় দিয়ে ধন্য করুন, আমিন