বুরকিনা-ফাঁসো | আল-কায়েদা কর্তৃক সামরিক ঘাঁটি বিজয়: ২২ সেনা হতাহত

ত্বহা আলী আদনান

0
1462
বুরকিনা-ফাসো | আল-কায়েদা কর্তৃক সামরিক ঘাঁটি বিজয়: ২২ সেনা হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসোর একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে অনেক সৈন্য হতাহত হওয়া ছাড়াও, টি সাঁজোয়া যান গনিমত পেয়েছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।

বিবরণ অনুযায়ী, গত ২৪ এপ্রিল সকালে, বুরকিনা ফাঁসোর গাসক্যান্ডি শহরে হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী জেএনআইএম। শহরটির একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তাঁরা এই অভিযানটি চালিয়েছেন, যা প্রায় আড়াই ঘন্টা ধরে চলমান ছিলো।

আঞ্চলিক সূত্র জানায়, আল-কায়েদা সংশ্লিষ্ট প্রায় অর্ধশতাধিক প্রতিরোধ যোদ্ধা ভারি অস্ত্রশস্ত্র নিয়ে পুরো ঘাঁটিটিকে ভোরের আলো ছড়িয়ে পড়ার আগেই ঘিরে ফেলেন। এবং ভোরের আলো ফুটতেই সেনা অবস্থানগুলো লক্ষ্য করে তীব্র হামলা চালাতে শুরু করেন। ফলশ্রুতিতে বুরকিনিয়ান সামরিক বাহিনীর কয়েক ডজন গাদ্দার সৈন্য নিহত ও আহত হয়।

অপরদিকে দেশটির গাদ্দার সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, আল-কায়েদা সংশ্লিষ্ট মুজাহিদদের বরকতময় উক্ত হামলায় তাদের ৭ সেনা সদস্য নিহত এবং আরও ১৫ সেনা সদস্য আহত হয়েছে। বাকিরা কোনরূপ নিজেরদের জীবন নিয়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে।

পশ্চিমাদের গোলাম বুরকিনিয়ান সেনাদের পালিয়ে যাওয়ার পর ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন মুজাহিদগণ। ঘাঁটিটি বিজয়ের পর মুজাহিদগণ সেখান থেকে ১টি সাঁজোয়া যান, ৭টি গাড়ি, ২৪টি মোটরসাইকেল এবং অসংখ্য অস্ত্র গনিমত লাভ করেন। তবে অভিযানের সময় বেশ কিছু সাঁজোয়া যান ধ্বংসও হয়ে যায়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুখোশ উন্মোচন || ইসরায়েলের অনুরোধে হামাস সদস্যদের বহিষ্কার করছে তুরস্ক
পরবর্তী নিবন্ধঈদ-উল-ফিতরের আগমনে ইসলামি ইমারত আফগানিস্তান’এর সর্বোচ্চ নেতা আমির-উল-মুমিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদাহ-এর বার্তা