কোরআন শিক্ষা দেওয়ায় চীনে খুন এক উইঘুর শিক্ষক

ইউসুফ আল-হাসান

0
820
কোরআন শিক্ষা দেওয়ায়  চীনে খুন  এক উইঘুর শিক্ষক!

পৃথিবীর সর্ববৃহৎ কারাগার পূর্ব তুর্কিস্তানে চলছেই দখলদার চীন সরকারের বর্বর নির্যাতন। প্রতিদিনই আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছে উইঘুর মা-বোনদের অশ্রুসিক্ত নয়নে। তবু প্রতিবাদ করছে না কেউ।

এবার চীন সরকারের নির্যাতনে আরও একজন উইঘুর শিক্ষকের মৃত্যু হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। তাঁর নাম আব্দুহেলি হাসিম।

পারিবারিক বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা ডোম (ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিম)। জানা যায় ২০১৭ সালে নিজ সন্তানকে কোরআন শিক্ষা দেয়ার অভিযোগে গ্রেফতার করে কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রেরণ করে নাস্তিক্যবাদী চীন সরকার। পরে ১৯ বছরের কারাদণ্ড প্রদান করে এ শিক্ষককে। চরম নির্যাতনে গত বছর ২০২১ সালের মে মাসে তিনি কারাগারে মারা যান।

তথ্যসূত্র:
______
Uyghur Muslim Serving 19-Year Prison Sentence Dies-
https://tinyurl.com/3pd6ukx4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামে পুলিশি নির্যাতনে মুসলিম হত্যার প্রতিবাদকারীদের বাড়িঘর ভাঙ্গচুর হিন্দুত্ববাদী প্রশাসনের
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় দখলদার বাহিনী কর্তৃক ৮ শিশু অপহরণ