উগান্ডান ও কেনিয়ান সামরিক ঘাঁটিতে আশ-শাবাবের হামলা: হতাহত এক ডজন

1
364

দক্ষিণ সোমালিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে বিদেশি সামরিক ঘাঁটি ও সরকারি মিলিশিয়াদের একাধিক অবস্থানে হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। এতে এক ডজনেরও বেশি শত্রুসেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।

সোমালিয়ার হোসিঙ্গো এলাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত (১২ জুন) রাতে একটি কেডিএফ (কেনিয়ান) সামরিক ঘাঁটি ঘিরে বিভিন্ন দিক থেকে আক্রমণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন যে, তারা উভয় পক্ষ থেকে ভারী গোলা-গুলির শব্দ শুনেছেন, যা দীর্ঘক্ষণ ধরে চলছিলো।

একই রাতে দেশটির কোরিওলি জেলায় উগান্ডার একটি সামরিক ঘাঁটিও তীব্র আক্রমণের শিকার হয়েছে। যেখানে প্রথমে রকেট হামলা চালানো হয় এবং পরপরই ভারী অস্ত্র শস্ত্র দ্বারা ঘাঁটির দুই দিক থেকে হামলা চালানো হয়।

স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো বলছে, এসব হামলায় এক ডজনেরও বেশি বিদেশি দখলদার সৈন্য নিহত এবং আহত হয়েছে। তবে সূত্রগুলো এখনও পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নিশ্চিত করে নি।

তবে পূর্ব আফ্রিকা অঞ্চলে আল-কায়েদার হামলার সক্ষমতাও শক্তিমত্তা যে কতটা বেড়েছে, এই হামলাগুলো সেদিকেই ইঙ্গিত করে বলে মনে করেন বিশ্লেষকরা।

১টি মন্তব্য

Leave a Reply to আবু আসাদুল্লাহ আল হিন্দী প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউগ্রবাদী শাতেমে রাসূল নুপুর শর্মাকে নিয়ে ভিডিও বানানোর কারণে কাশ্মীরী ইউটিউবারকে গ্রেফতার
পরবর্তী নিবন্ধফাঁকা গুলি চালিয়ে নবীকে (ﷺ) ও মুসলিমদের গালি ও হত্যার হুমকি দিয়ে হিন্দুত্ববাদী যুবকের ভিডিও পোস্ট