কাশ্মীরে আবারো স্বাধীনতাকামীদের হামলা : নিহত এক ভারতীয় সেনা

আলী হাসনাত

0
819

কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীকে টার্গেট করে সফল হামলা চালিয়েছেন স্বাধীনতাকামী যোদ্ধারা। এতে দখলদার ভারতের এক সিআরপিএফ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

কাশ্মীরভিত্তিক নিউজ পোর্টাল ‘দা কাশ্মীরিয়াত’ এর রিপোর্ট থেকে জানা যায়, পুলওয়ামা জেলার অন্তর্গত গাংগু এলাকায় আজ রবিবার ১৭ জুলাই এই হামলার ঘটনা ঘটেছে। যেখানে দখলদার ভারতীয় সিআরপিএফ এর একটি টহলরত দল স্বাধীনতাকামীদের হামলার শিকার হয়।

হামলায় ঘটনাস্থলেই বিনোদ কুমার নামের এএসআই র‍্যাংকধারী এক সিআরপিএফ সদস্য গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া যাওয়া হয়। আর সেখানেই হিন্দুত্ববাদী ভারতীয় উক্ত দখলদার সেনা নিহত হয়।

হিন্দুত্ববাদী ভারত কর্তৃক শত দমন-পীড়ন আর প্রতিকূলতাও দমাতে পারছেনা কাশ্মীরি প্রতিরোধ যোদ্ধাদের। একের পর এক হিন্দুত্ববাদীদের অবস্থানে আঘাত হেনে যাচ্ছেন তাঁরা। যা দিন দিন আরও জোড়ালো হচ্ছে। দখলদার হিন্দুত্ববাদী এই সন্ত্রাসীদের উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার এই ঘটনাগুলোকে মুসলিমদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং আশাপ্রদ বলে মনে করছেন ইসলামি চিন্তাবীদগণ।


তথ্যসূত্র :
———
1. CRPF trooper injured in Pulwama attack succumbs
https://tinyurl.com/45n8y4us

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিম মালিকানাধীন শপিং মলে নামাজ পড়ায় মুসল্লিদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী পুলিশের এফআইআর
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় উদয়ের পথে নিকটবর্তী বিজয়ের নতুন সূর্যোদয়