ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির ধৃষ্টতা দেখালো আরেক উগ্র হিন্দু যুবক। এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষার্থী সুজন পাল ইসলাম নিয়ে কটূক্তি করেছে। এতে উত্তেজনা সৃষ্টি হলে তাকে শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে আটক করা হয়।
তাজহাট থানার ওসি বলেছে, ‘ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে তাকে (সুজন পাল) আটক করা হয়েছে। এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।’
ওদিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেছে, ‘ধর্মের বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’
অর্থাৎ ইসলাম নিয়ে কটূক্তিকারীকে তারা নিরাপদে রাখার জন্য আটক করেছে। এভাবেই ইসলাম ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তিকারীদেরকে বাঁচানোর জন্য সরকার আটকের নামে তাদেরকে মূলত নিরাপত্তায় রাখে। আর সরকারের এমন পৃষ্ঠপোষকতা পেয়েই ইসলামবিদ্বেষী নাস্তিক এবং হিন্দু সন্ত্রাসীরা বার বার ইসলাম ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করার ধৃষ্টতা দেখায়।
সূত্র: ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বেরোবি ছাত্র আটক https://tinyurl.com/2p935krb