উপসাগরীয় অঞ্চলে আল-কায়েদার হামলা : নিহত ৬ ইথিওপিয়ান সেনা

আলী হাসনাত

0
930

পূর্ব আফ্রিকায় আল-কায়েদা ভিত্তিক ইসলামি প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ সোমালিয়ায় দখলদার বিদেশী সামরিক ঘাঁটিতে একটি সফল হামলা চালিয়েছেন বলে জানা গেছে। প্রাথমীক তথ্য মতে, এতে অন্তত ৪ ইথিওপিয়ান সেনা নিহত হয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, প্রতিরোধ বাহিনী আশ-শাবাব গত ২২শে সেপ্টেম্বর রাতে উপসাগরীয় অঞ্চলের দিনসুর জেলায় একটি অভিযান পরিচালনা করছেন। যেখানে দখলদার ইথিওপিয়ান বাহিনীর প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করেন মুজাহিদগণ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, রাতে তারা কামানের গোলাগুলি এবং দুই পক্ষের মধ্যে ভারী গুলি বিনিময়ের শব্দ শুনেছেন। যা উপসাগরীয় বেশ কয়েকটি এলাকা থেকেও শোনা গেছে। সূত্রগুলোর দেওয়া প্রাথমিক তথ্যমতে, আশ-শাবাবের দুর্দান্ত এই আক্রমণে কমপক্ষে ৪ ইথিওপিয়ান সেনা নিহত এবং আরও ২ এরও বেশি সেনা আহত হয়েছে।

এদিকে ক্রুসেডার মার্কিন সামরিক বাহিনী কর্তৃক হিরান রাজ্যে ব্যাপক বিমান হামলার মাধ্যও রাজ্যটিতে হামলা জোরদার করেছেন আশ-শাবাব মুজাহিদিন। সাম্প্রতিক সময়ে সোমালিয়ার সিংহভাগ লড়াই সংঘটিত হচ্ছে হিরান রাজ্য জুড়ে। সেখানে গাদ্দার-ক্রুসেডার জোটের ব্যাপক সআমরিক উপস্থিতি গুঁড়িয়ে দিয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনৈতিকতার অবক্ষয় : দেশে চলছে ধর্ষণের মহামারি
পরবর্তী নিবন্ধকাশ্মীরে দখলদার হিন্দুত্ববাদীদের অপরাধনামা।। পর্ব-২।। ধর্ষণ যাদের সংস্কৃতি