বাবরি মসজিদ ধ্বংসকারীদের খালাস বহাল রেখেছে হিন্দুত্ববাদী আদালত

মাহমুদ উল্লাহ

0
559

মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত বিজেপির সিনিয়র উগ্র নেতাদের এবং অন্যান্য হিন্দুত্ববাদী গুণ্ডাদের খালাস করে দিয়েছিল হিন্দুত্ববাদী ভারতের আদালত। সেই রায়ের বিরুদ্ধে করা মুসলিমদের একটি আপিল গত ৯ নভেম্বর খারিজ করে দিয়েছে হিন্দুত্ববাদী এলাহাবাদ হাইকোর্ট।

গত ৩১ অক্টোবর, এল কে আদভানি, উমা ভারতী, মুরলি মনোহর যোশী, কল্যাণ সিং ও অন্যান্য অভিযুক্তদেরকে উক্ত মামলা থেকে খালাস দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে মুসলিমরা আপিল করলে এই মুসলিম বিদ্বেষী আদালত সেই আপিল খারিজ করে দিয়ে অভিযুক্তদের খালাসের রায় বহাল রাখে।

মুসলিমদের পক্ষে আপিল করেছিলেন, অযোধ্যার বাসিন্দা হাজি মাহবুব আহমেদ এবং সৈয়দ আখলাক আহমেদ। এই আপিলে তারা দাবি করেছিলেন যে, হিন্দুত্ববাদীদের হামলায় মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। অগ্নিসংযোগ, লুটপাট এবং বাড়িঘর ধ্বংসের কারণে তাদের আর্থিক ক্ষতি হয়েছে বলে আপিলে উল্লেখ করেছিলেন তারা।

২০২০ সালে একটি মামলায় মোট ৩২ জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং মুঘল-যুগের মসজিদ ভেঙে ফেলার জন্য হিন্দু জনতাকে উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তখনও হিন্দুত্ববাদী আদালত বলেছিল, তেমন কোন ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, বাবরী মসজিদ ধ্বংসের পর পুরো ভারত জুড়ে মুসলিম বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সহিংসতায় প্রায় ২,০০০ মানুষ মারা যায়, যাদের অধিকাংশই মুসলিম।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর, হাজার হাজার উগ্র হিন্দু বাবরী মসজিদের কাছে একটি সমাবেশের জন্য জড়ো হয়। পরে উগ্র হিন্দুত্ববাদী নেতাদের উসকানীমূলক বক্তৃতায় উজ্জীবিত হয়ে নাপাক হিন্দুরা কুড়াল, হাতুড়ি, শাবল ও অন্যান্য দেশিয় অস্ত্র নিয়ে বাবরি মসজিদের উপর আক্রমণ চালায়। শহীদ করে কয়েকশ’ বছরের পুরোনো ঐতিহাসিক বাবরী মসজিদ।

অথচ, মসজিদ ধ্বংসকারীদের কোন বিচার না করে হিন্দুত্ববাদী ভারতের সুপ্রিম কোর্ট উলটো উগ্র হিন্দুদের পক্ষে রায় দিয়েছে। শুধু তাই নয়, মসজিদের পুরো এলাকাটিই মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দিয়ে দেয়।

সেই কলংকজনক রায়ের তিন বছর পূর্ণ হয়েছে। ঠিক তিন বছর আগে, ৯ নভেম্বর ২০১৯-এ, সুপ্রিম কোর্ট হিন্দুদেরকে মসজিদের জায়গাটি প্রদান করে। রায়ে শীর্ষ আদালত মন্দির নির্মাণের জন্য মসজিদের পুরো ২.৭৭ একর এলাকাই হিন্দুদের জন্য বরাদ্দ করার নির্দেশ দেয়।

ঐ একই কৌশলে হিন্দুত্ববাদীরা একের পর এক অন্যান্য ঐতিহাসিক মুসলিম স্থাপনা ধ্বংসের ষড়যন্ত্র করে যাচ্ছে। জ্ঞানবাপি মসজিদ ও শ্রীরঙ্গপাটনার জামিয়া মসজিদের ক্ষেত্রেও উগ্র হিন্দুত্ববাদীরা অভিযোগ দায়ের করেছে যে, প্রাচীন হিন্দু মন্দির ভেঙ্গে সেই জায়গায় মসজিদগুলো নির্মাণ করা হয়েছে।

হিন্দুত্ববাদী আদালত কখনই মুসলিম ও মসজিদের পক্ষে রায় দিবে না। ন্যায় বিচার মুসলিম উম্মাহকেই অর্জন করে নিতে হবে। আর সে জন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া ছাড়া কোন বিকল্প নেই।


তথ্যসূত্র:

১। Babri Masjid demolition: Allahabad HC dismisses appeal against acquittal of Advani, other Hindutva leaders – https://tinyurl.com/bdfr3jr8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || ইয়েমেনে আল-কায়েদার ‘অ্যারোস অফ রাইট’ অপারেশন
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় তুরষ্কের পর আরব-আমিরাতের সেনা ও সামরিক শক্তি বৃদ্ধি: লক্ষ্য আশ-শাবাব!