বুরকিনান বাহিনীর পৈশাচিক গণহত্যার শিকার ২০ শিশুসহ ৪০ নারী

আলী হাসনাত

0
676
গাদ্দার বুরকিনান সেনাবাহিনীর একটি দল ।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বছরের পর বছর ধরে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আসছে দেশটির গাদ্দার সামরিক বাহিনী। এর ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর গাদ্দার বাহিনী হত্যা করেছে ৪২ জন বেসামরিক নাগরিককে।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকার এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির সোম রাজ্যের গিবো এলাকায় এই গণহত্যা চালানো হয়েছে। নিহতদের মধ্যে ২ জন ছাড়া বাকি ৪০ জনই নারী। এর মধ্যে রয়েছে ২০ নাবালক শিশু।

পৈশাচিক এই গণহত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির ইসলামি প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। এক বিবৃতিতে দলটি জানিয়েছে যে, সর্বশক্তিমান আল্লাহ তা’আলার ইচ্ছায়, তাঁরা এই নৃশংস রক্তপাতের উপযুক্ত বদলা নেবেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে দখলদার হিন্দুত্ববাদীদের অপরাধনামা || পর্ব-৮ || বিজবেহারা হত্যাকাণ্ড
পরবর্তী নিবন্ধতুর্কিস্তান, তুরস্ক, আফগানিস্তানের উইঘুরদের নজরদারিতে চীনা স্পাইওয়্যার