আরাকানে হামলার শিকার দুই রোহিঙ্গা বৃদ্ধা, গ্রেফতার সাত রোহিঙ্গা যুবক

মুহাম্মাদ ইব্রাহীম

0
413

আরাকানে আবারও রোহিঙ্গা মুসলিমরা হামলার শিকার হয়েছেন। রোহিঙ্গা মুসলিমদের গ্রাম লক্ষ্য করে কয়েকটি আর্টিলারি শেল নিক্ষেপ করে মিয়ানমার বৌদ্ধ সন্ত্রাসীরা। এতে দু’জন বৃদ্ধ মুসলিম গুরুতর আহত হয়েছেন।

গতকাল ২১ নভেম্বর সকালের দিকে বুদিডাং টাউনশিপের একটি রোহিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হামলাটি সন্ত্রাসী আরাকান আর্মি চালিয়েছে নাকি বর্বর মিয়ানমার জান্তা চালিয়েছে- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে উভয় বাহিনী রোহিঙ্গাদের ওপর চরম আগ্রাসন চালিয়ে আসছে। প্রতিদিনই কোন না কোন রোহিঙ্গা হামলার শিকার হচ্ছে। ফলে রোহিঙ্গারা আরাকানে রোহিঙ্গারা এখন চরম মানবেতর জীবন-যাপন করছে।

গ্রেফতারকৃত রোহিঙ্গা কিশোর ও যুবকরা- ছবি: টুইটার

এছাড়াও গত ২০ নভেম্বর ৭ রোহিঙ্গা কিশোর-যুবককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে সন্ত্রাসী মিয়ানমার পুলিশ। গত সপ্তাহে আরাকান থেকে পালিয়ে যাবার সময় ৩৫ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর তাদেরকে কঠোর শ্রমসহ ৫ বছরের কারাদণ্ড প্রদান করে জান্তা সরকার।



তথ্যসূত্র:
——–
1. 2 Rohingya injured
https://tinyurl.com/2p94dmxx
2. 7 Rohingya youths arrested
https://tinyurl.com/59a6u8xc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকা বিজয়াভিযান || ৭ দিনে হিরানের ৫ শহর নিয়ন্ত্রণে নিলো আশ-শাবাব
পরবর্তী নিবন্ধওয়াজিরিস্তানে পাক-তালিবানের হামলায় ৮ গাদ্দার হতাহত