পূর্ব আফ্রিকার জনপ্রিয় ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব। সম্প্রতি দলটির বীর যোদ্ধারা সোমালিয়ার বাহো শহরের শত শত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।
জানা যায় যে, গত সোমবার জালাজদুদ রাজ্যের উক্ত শহরটির নিয়ন্ত্রণ নেন মুজাহিদগণ। যেখানে আকাশপথে মার্কিন বিমান হামলা এবং স্থল পথে গাদ্দার বাহিনীর হামলা সত্ত্বেও মুজাহিদগণ অগ্রসর হন। এবং গাদ্দার বাহিনীর সাথে সম্মুখ লড়াইয়ে অবতীর্ণ হন। এসময় শহরের বাসিন্দারাও আশ-শাবাবের সহায়তায় এই লড়াইয়ে যুক্ত হন। যার ফলে মুজাহিদগণ শত্রু বাহিনীর শক্তি ও আধিক্য সত্ত্বেও শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন, আলহামদুলিল্লাহ্।
জনগণের সহায়তায় মুজাহিদগণ শহরটি বিজয়ের ৪৮ ঘন্টার মধ্যেই, আশ-শাবাব প্রশাসনের “আল-ইহসান” চ্যারিটি অ্যাসোসিয়েশন-এর কর্মকর্তারা শহরটিতে খাদ্য সহায়তা নিয়ে পৌঁছান। যেখানে মুজাহিদগণ ৪৫০ টিরও বেশি পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করছেন।
আশ-শাবাব কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণের কিছু দৃশ্য দেখুন…
অচিরেই কালিমার পতাকা পুরো সোমালিয়ার আকাশে উড়বে ইনশাআল্লাহ।